• আজ ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এমন বাংলাদেশ চাই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান : নাহিদ ইসলাম | আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি | ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আহ্বান ২২০ ব্রিটিশ এমপির, চাপ বাড়ছে স্টারমারের ওপর | গুলশানে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৫ | সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট : ভিপি নুর | দিল্লিতে সংবাদ সম্মেলন ঘোষণা দিয়ে পিছু হটল আ. লীগ | ‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না’ | রাশিয়ায় বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কেউ | বিমান বিধ্বস্ত ঢাকায় এসেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল | ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ |

প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইবি বুননের ইফতার

| নিউজ রুম এডিটর ৯:৩১ পূর্বাহ্ণ | মার্চ ৮, ২০২৫ শিক্ষাঙ্গন

 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বুনন’ এর উদ্যোগে প্রতিবন্ধী ও এতিম শিশুদের নিয়ে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ক্যাম্পাস পার্শ্ববর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করে সংগঠনটি।

এ সময় সংগঠনটির সভাপতি সাজিয়া তাসনিম আপন, সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স, সংগঠনের সাবেক সভাপতি নাহিদুর রহমান ও সহ সভাপতি জেবুন্নাহার জেবুসহ সংগঠনটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক শাহরিয়ার প্রিন্স বলেন, আমাদের এই বুনন সংগঠন থেকে যতটুকু সম্ভব সুবিধাবঞ্চিতদের সাহায্য করার চেষ্টা করে থাকি। সবাই দোয়া রাখবেন যেনো প্রতিবছর এভাবে সুবিধাবঞ্চিতদের সাহায্য করতে পারি। আজ এই শিশুদের সাথে সময় কাটিয়ে আমরা যেনো শৈশব চলে গিয়েছি।

সংগঠনটির সাবেক সভাপতি নাহিদুর রহমান বলেন, ২০২০ সালে বুননের সাধারণ সদস্য হিসেবে বাচ্চাদের সাথে এখানে এসে প্রথম ইফতার করি। আজ দীর্ঘ পাঁচ বছর পর আবারো বাচ্চাদের সাথে ইফতার করতে পেরে আমি খুবই আনন্দিত। এভাবে সুবিধা বঞ্চিতদের সাথে বুননের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনটির বর্তমান সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার চেষ্টা করি। বইমেলা বা বিভিন্ন ইভেন্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে সুবিধাবঞ্চিত এসব এতিম শিশুদের সাহায্য করার চেষ্টা করি। তাদেরকে একবেলা ইফতার করাতে পেরে ভালো লাগছে।