• আজ ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের | হলে-মেসে থাকা উপদেষ্টারা এখন পরেন ৪০ লাখের ঘড়ি: বরকত উল্লাহ বুলু |

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ঢাকায় আগমনকারী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো তল্লাশি

| নিউজ রুম এডিটর ১১:৩৫ পূর্বাহ্ণ | এপ্রিল ৬, ২০২৫ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঈদের আমেজ কাটিয়ে ঢাকায় কর্মমুখী মানুষের পিরতির ডল।স্বস্তির আশায় আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ঢাকায় আগমনকারী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো তল্লাশি করা হয় ।

 

সেখানে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের থেকে নির্ধারিত পরিমাণ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা *আল বারাকা, বংসাই এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজ, হানি আর টি সি* এর মোট ৬টি বাস শনাক্ত করে আনুমানিক *৫৯৬০০ টাকা* অতিরিক্ত আদায়কৃত ভাড়া তাৎক্ষণিক যাত্রীদের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বাস মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয় । উল্লেখযোগ্য যে, ঈদ এর পূর্ব হতে অধ্যাবতী মোট *১,৯৮,৫০০* টাকা অতিরিক্ত আদায়কৃত বাস ভাড়া সকল যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

ঈদ যাত্রার পূর্ব থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।