• আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আদালতে কিল-ঘুষি, দৌড় দিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক | ভারতের কড়া পদক্ষেপ, ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ | হাসিনার অনুগত দোসরকে কেন সুরক্ষা দেবেন উপদেষ্টা আসিফ | বান্ধবীর কাছে হিরো সাজতে কিশোর গ্যাং ‘হায়ার’ | গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার | অস্ত্রবিরতি লঙ্ঘন করে ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি | ‘অসাবধানতাবশত’ নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত! | ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন দলের আত্মপ্রকাশ | বর্তমান সরকারকেই ফ্যাসিস্টের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: রিজভী | ৫৮ ঘণ্টা পর অনশন ভাঙলেন কুয়েটের শিক্ষার্থীরা |

উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ঢাকায় আগমনকারী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো তল্লাশি

| নিউজ রুম এডিটর ১১:৩৫ পূর্বাহ্ণ | এপ্রিল ৬, ২০২৫ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।। ঈদের আমেজ কাটিয়ে ঢাকায় কর্মমুখী মানুষের পিরতির ডল।স্বস্তির আশায় আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখ আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক ঢাকায় আগমনকারী দূরপাল্লার আন্তঃজেলা বাসগুলো তল্লাশি করা হয় ।

 

সেখানে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা যাত্রীদের থেকে নির্ধারিত পরিমাণ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা *আল বারাকা, বংসাই এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজ, হানি আর টি সি* এর মোট ৬টি বাস শনাক্ত করে আনুমানিক *৫৯৬০০ টাকা* অতিরিক্ত আদায়কৃত ভাড়া তাৎক্ষণিক যাত্রীদের নিকট ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং বাস মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয় । উল্লেখযোগ্য যে, ঈদ এর পূর্ব হতে অধ্যাবতী মোট *১,৯৮,৫০০* টাকা অতিরিক্ত আদায়কৃত বাস ভাড়া সকল যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।

ঈদ যাত্রার পূর্ব থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান রয়েছে। অতিরিক্ত ভাড়া রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।