• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর | উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ১৯, আহত দেড় শতাধিক | প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারে যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি | ২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সউদীর ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ |

গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল!

| নিউজ রুম এডিটর ১০:৫০ অপরাহ্ণ | এপ্রিল ৭, ২০২৫ আন্তর্জাতিক, লিড নিউজ

গাজার কৃষিজমি সমতল করে দিয়েছে ইসরায়েলি সেনারা, ধ্বংস করে দেয়া হয়েছে বেশিরভাগ আবাসিক এলাকা। উদ্দেশ্য, উপত্যকাটির চারপাশে একটি ‘কিল জোন’ তৈরি করা।

 

ইসরাইলি অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে, বাফার জোন তৈরির সময় গাজায় কর্মরত সৈন্যদের উদ্ধৃতি দেয়া হয়েছে, যা ডিসেম্বরের মধ্যে গাজার ভেতরে ৮০০ থেকে ১,৫০০ মিটার (৮৭৫ থেকে ১,৬৪০ গজ) পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এবং তারপর থেকে ইসরাইলি সেনারা এটিকে আরও সম্প্রসারিত করেছে।

ওই প্রতিবেদনে আর্মার্ড কর্পসের একজন ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সীমান্তরেখা হলো একটি কিল জোন, একটি নিম্নাঞ্চল, একটি নিম্নভূমি।’

অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলছে, ইসরাইলি সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় ৩,৫০০ ভবন, কৃষি ও শিল্প এলাকা ধ্বংস করেছে; যা যুদ্ধোত্তর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ হতে পারত।

আর্মার্ড কর্পসে কর্মরত একজন রিজার্ভ সৈনিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘মূলত সবকিছুই ধ্বংস করা হয়েছে, সবকিছু… প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো।’

আরেক সৈনিক বলেছেন, ‘ওই এলাকাটি দেখতে এখন হিরোশিমার মতো।’

সূত্র: আল জাজিরা