• আজ ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ | মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী যেন এক টুকরো ফিলিস্তিন |

নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ১৩ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে মাহবুবুর রহমান ওরফে আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

নিহত সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জনৈক লেবু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান আকন্দ পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিল। সে গত ১১ এপ্রিল শুক্রবার তার বাড়ি থেকে বের হওয়ার পর আর রাতে বাড়িতে ফিরেনি এবং নিখোঁজ থাকে। রোববার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আঃ খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে। পরে তার লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান ওরফে আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।