• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী |

নিখোঁজের দুইদিন পর সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৮:০৪ অপরাহ্ণ | এপ্রিল ১৩, ২০২৫ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ১৩ এপ্রিল রোববার সকাল ১১টার দিকে মাহবুবুর রহমান ওরফে আনন্দ (২৭) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ।

নিহত সবজি ব্যবসায়ী মাহবুবুর রহমান ওরফে আনন্দ শেরপুর সদর উপজেলার ডাকপাড়া গ্রামের জনৈক লেবু মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমান আকন্দ পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিল। সে গত ১১ এপ্রিল শুক্রবার তার বাড়ি থেকে বের হওয়ার পর আর রাতে বাড়িতে ফিরেনি এবং নিখোঁজ থাকে। রোববার সকালে ডাকপাড়া গ্রামের ঈদগা মাঠের পাশে ভুট্টা ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে শেরপুর সদর থানায় খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম ও উপ-পরিদর্শক (এসআই) আঃ খালেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে নিহত মাহবুবুর রহমান ওরফে আনন্দর লাশ উদ্ধার করে। পরে তার লাশের সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ ধারণা করছে মাহবুবুর রহমান ওরফে আনন্দকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জোবায়দুল আলম সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।