 
							
                            
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর (৫৩) নামে অটো চার্জিং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে আট টার দিকে লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী লাইন সংলগ্ন তার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃস্ট হয়। মজিবর রহমান খোচাবাড়ী কলাবাগান এলাকার মৃত মোত্তালেবের ছেলে।
স্থানীয়রা জানায়, মজিবর রহমান শক্তি অটো চার্জিং সেন্টারে দীর্ঘ দিন যাবত অটোরিকশা চার্জিং এর ব্যবসা করে। প্রতিদিনের ন্যায় সে অটোর চার্জার প্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোরশেদ মৃত ঘোষনা করে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।






















