টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ইংল্যান্ড। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ক্যাচে ভাঙে ইংল্যান্ডের ৩৭ রানের ওপেনিং জুটি।
বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আসরে প্রথমবারের মতো ওপেনিংয়ে ব্যাট করতে নামা জনি বেয়ারস্টো। ৮.১তম ওভারে অপর পেসার অ্যাডাম মিলনের বলে এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন চলতি বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরিয়ান জস বাটলার।
১০ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬৭/২-এ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ইংল্যান্ড দলে নেই ইনফর্ম ব্যাটার জেসন রয়।
আগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন ইংলিশ ওপেনার।
রয়ের বদলে একাদশে সুযোগ পেয়েছেন স্যাম বিলিংস। অন্যদিকে অপরবির্তিত একাদশ নিয়ে খেলছে নিউজিল্যান্ড