• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ডি ক্লার্ক আর নেই

| নিউজ রুম এডিটর ৬:১৮ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০২১ আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর আল জাজিরার।

১৯৮৯ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৩ সালে অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে যৌথভাবে তিনিও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এই পুরস্কারে ভূষিত হন।

ডি ক্লার্ক ফাউন্ডেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট তার বাড়িতেই মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন ধরেই মেসোথেলিওমা ক্যান্সারে ভুগছিলেন।

দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা করেন এই বিশিষ্ট রাজনীতিবিদ। ১৯৯৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে রাজনীতি থেকে অবসর নেন ডি ক্লার্ক।