• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

ঠাকুরগাঁওয়ে স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

| নিউজ রুম এডিটর ৯:০৪ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২১ আইন আদালত

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: প্রায় বছর খানেক আগে স্ত্রী রোজিনা বেগমের (৩৫) সাথে বিচ্ছেদ হয়েছে মানিক মিয়ার (৪৬)। কিন্তু সেই বিচ্ছেদ মানতে নারাজ স্বামী মানিক মিয়া।

তাই বার বার স্বামীর অধিকার নিয়ে ছুটে যান রোজিনার কাছে। সবশেষে অতিষ্ঠ হয়ে স্বামী মানিক কে পুলিশের হাতে তুলে দেন রোজিনা। রবিবার ( ১৪ নভেম্বর) রাতে জেলা শহরের মন্দির পাড়ায় ঘটনাটি ঘটেছে।

জানা যায়, প্রায় বছর দুয়েক আগে রোজিনা বেগম প্রথম স্বামীকে ছেড়ে মানিক কে বিয়ে করেন। মানিক ও তার প্রথম স্ত্রীকে রেখে রোজিনাকে নিয়ে ঢাকায় সংসার করতে থাকেন। তবে বিয়ের বছর খানেক পরেই তাদের মধ্যে বনিবনা না হওয়ায় রোজিনা স্বামী মানিক কে তালাক দেন।

কিন্তু মাস ছয়েক পর রোজিনার বাসায় গিয়ে তালাক হয়নি জানিয়ে নিজের বাসায় থাকতে বলে মানিক। না যেতে চাইলে মারধর করতে থাকে।

এলাকাবাসী জানান, কয়দিন পর পরেই রোজিনার বাসা থেকে চিল্লানির শব্দ শোনা যায়। মানিক রোজিনাকে বাসায় নিয়ে যাইতে চায়। কিন্তু রোজিনা মানা করলেই মাইর শুরু করে মানিক।

আজও একই ঘটনা চলতে থাকে। মারামারির এক পর্যায়ে রোজিনা ছুটে বাইরে চলে আসে। পরে এলাকাবাসীর সাহায্যে পুলিশে খবর দেয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান,স্ত্রী রোজিনার দেয়া অভিযোগে মানিক মিয়াকে আটক করা হয়েছে।