• আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কুমিল্লা’য় র‌্যাবের হাতে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ী আটক

| নিউজ রুম এডিটর ৬:২৪ অপরাহ্ণ | নভেম্বর ২০, ২০২১ সারাদেশ

সাইফুল ইসলাম ফয়সাল:
র‌্যাব-১১, সিপিসি-২ রবিবার গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সাহাপুর (সোনাইছড়ি) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৬৭১ বোতল ফেন্সিডিলসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার সাহাপুর (সোনাইছড়ি) গ্রামের মনির হোসেন এর স্ত্রী মোসাঃ মোহছেনা আক্তার (৩১)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী মোহছেনা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান-র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ পরিচালক মেজর সাকিব হোসেন।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে