• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রেকর্ড সংখ্যক ভর্তির আবেদন

| নিউজ রুম এডিটর ৪:৪৮ অপরাহ্ণ | ডিসেম্বর ৬, ২০২১ বরিশাল, সারাদেশ

বরিশাল প্রতিনিধি: প্রথমবারের মতো এবছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ে করতে পারবেন আবেদন।

ইতোমধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আবেদন পড়েছে ৩৮ হাজার ১৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর। এবার প্রতিটি আসনের বিপরীতে ভর্তির জন্যে প্রতিদ্বন্দ্বী করছে ২৮ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মোট ১ হাজার ৪৪০টি সিটের বিপরীতে আলাদা করে বিজ্ঞান ইউনিটে আবেদন পড়েছে ২২ হাজার ১৬১টি, মানবিক ইউনিটে ৯ হাজার ৭৫৬টি ও ব্যবসায়িক ইউনিটে আবেদন পড়েছে ৬ হাজার ২৪৩টি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটির আহবায়ক রাহাত হোসেন ফয়সাল বলেন, আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট সিলেক্টেড করে ভর্তি নেবো। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির জিপিএর উপর কোনো মার্কস থাকবে না।

জানা যায়, গত ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই বিশ্ববিদ্যালয়ের আবেদন করার শেষ সময় ছিল। আগামী সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার নম্বর ও বিষয়ের কন্ডিশন অনুযায়ী মেধার ভিত্তিতে সাবজেক্ট নির্ধারণ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তারপর শিক্ষার্থীর ভর্তির জন্য তারিখ ঘোষণা করা হবে। জানুয়ারির শেষের দিকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।