• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে বেগম রোকেয়া দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৮:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ৯, ২০২১ সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১ পালিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবীর কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

এসময় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে আলসিন আরিফা,সফল জননী নারী হিসেবে জাহেরা খাতুনকে, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু বিষয়ে জুলেখা বেগমকে সম্মাননা প্রদান করা হয় ।