মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ছয় হাজার ৫৬৪ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৮ই ডিসেম্বর) বিকাল ৪টার সময় উপজেলার বাঁকা গ্রামের মাসুম ব্রীক্স ফিল্ডের পাশ থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর পরিচালকের পক্ষে অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।