নিজস্ব সংবাদদাতাঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডে আচরনবিধির তোয়াক্কা করছেন না কাউন্সিলর প্রার্থী মনির হোসেন। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্ধের পূর্বে ক্যাম্প স্থাপনের কোন নিয়ম না থাকলেও মনির হোসেন সে সবের তোয়াক্কা না করে ইতোমধ্যে প্রতিটি পাড়া-মহল্লায় ক্যাম্প স্থাপন করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দেওভাগ আখড়া এলাকার জনৈক ভোটার গণমাধ্যমকর্মীকে জানান,মনির হোসেন নিজের ইচ্ছেমতো যেখানে খুশি ক্যাম্প স্থাপন করছেন। আখড়া এলাকায় নূরজাহান বেগমের বাড়িতে ক্যাম্প স্থাপন করেছেন। সেখানে রঙ্গীন ফেস্টুন আর দেয়ালে পোষ্টার সাঁটানো হয়েছে।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মতিয়ূর রহমান জানান,প্রতীক বরাদ্ধের আগে ক্যাম্প স্থাপন করা সম্পূর্ণ আচরণ পরিপন্থি কাজ। এ ধরণের অভিযোগ পেলে তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া প্রতি ৩০ হাজারের ভোটারের আনুমানিক হারে সর্বোচ্চ ৩টি’র বেশি ক্যাম্প স্থাপন করা যাবেনা।