পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চের মহিলা শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ করার অভিযোগে এক বখাটেকে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।
আজ সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ভোর সোয়া ৫টায় একজন নারী পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯ নম্বরে ফোন করেন। ওই নারী জানান, তিনি ঢাকার একটি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। প্রাকৃতিক প্রয়োজনে লঞ্চের শৌচাগারে গেলে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে। তিনি টের পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসেন।’
‘এরপর ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্যান্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছের হস্তান্তর করেন। কলার জানান ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯-এর কাছে আইনি সহায়তা কামনা করেন।’
তিনি বলেন, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি সদরঘাটের নৌ পুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। সংবাদ পেয়ে সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে অভিযুক্ত মেহেদী হাসান রিয়াদকে (২৭) আটক করে।’
আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।