• আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রথম দেশ হিসেবে চার ডোজ করোনার টিকা দিতে যাচ্ছে ইসরাইল

| নিউজ রুম এডিটর ৭:১৪ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২১ আন্তর্জাতিক, স্বাস্থ্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউ সামলাতে বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার চতুর্থ ডোজ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরাইল। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের চতুর্থ বুস্টার ডোজ দেওয়ার সুপারিশ করেছেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে কর্মীদের এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলেছেন। মঙ্গলবার ওমিক্রন ভ্যারিয়েন্টে ইসরাইলে প্রথম মৃত্যুর পর দেশটি চার ডোজ টিকার বিষয়টি নিশ্চিত করল। ওমিক্রন ভ্যারিয়েন্টে ইসরাইলে এ পর্যন্ত ৩৪০ জন আক্রান্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

যদিও চতুর্থ বুস্টার ডোজের এই পরিকল্পনা দেশটির জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় আছে। তবে প্রধানমন্ত্রী বেনেটের কার্যালয় জানিয়েছে, তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে চার মাস পর চতুর্থ ডোজ নেওয়া যাবে।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় প্রধান ড. হ্যানস ক্লুগে ইউরোপের দেশগুলোর জন্য সতর্কবাণী উচ্চারণ করেছেন। বলেছেন, আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। এতে আমাদের অঞ্চলে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়বে।

গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্ট ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রণ ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।

নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে