মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানার চৌকস অফিসার ফোর্স এসআই(নিঃ) মোঃ নাজিম উদ্দিন, এএসআই(নিঃ) মোঃ মারুফুল ইসলাম ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন মোবারকপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন পশ্চিম পার্শ্বে এনামুলের মুরগীর ফার্মের সামনে পাকা রাস্তার উপর হতেো দর্শনা শান্তি পাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাগর হোসেন ০৬:০৫ ঘটিকার সময় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন এবং জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত মালামালসহ আটক করেন।
এর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান।