• আজ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শাবির প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ১০:৫২ পূর্বাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ জাতীয়, লিড নিউজ

আবুল কাশেম রুমন,সিলেট: টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিটের অনশন ভাঙনের পর শাবির প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমীন হকের অনুরোধে শাবি’র ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে অবরোধ তুলে নিয়েছেন ।

বুধবার (২৬ জানুয়ারী) রাত ১১টার দিকে এক প্রেস ব্রিফিং শেষে তারা ক্যাম্পাসের সব অবরোধ তুলে নেন। তবে উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আন্দোলনের একজন মুখপাত্র।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে