• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীসহ করোনা আক্রান্ত সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী

| নিউজ রুম এডিটর ১২:০৮ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ ঢাকা, লিড নিউজ

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্ত্রীসহ করোনা আক্রান্ত সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সম্প্রতি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ ছাড়া করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনেও কয়েকজন শনাক্ত হয়েছে।

এ জন্য আবারও বিধিনিষেধের পথে হেঁটেছে সরকার। ভাইরাসের বিস্তার ঠেকানোর জন্য সরকার ১১ দফা বিধিনিষেধ ঘোষণা করেছে।

এ ছাড়া ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিমন্ত্রী ও তার স্ত্রী ড. সোহেলা আক্তার দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের শরীরে শারীরিক কোনো জটিলতা নেই।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ময়মনসিংহ-৫ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন কে এম খালিদ।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।