• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

শ্রীনগরে রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রায় রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পদ্মা নদীর তীর ঘেষা পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির মান্দ্রা গ্রামের বুড়ির দোকানের সামনে রাস্তার মাটি কাটা হয়। ওই গ্রামের মৃত আবু তালেব খলিফার ছেলে রতন খলিফার বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

স্থানীয়রা জানায়, গুরুত্বপূর্ণ পাকা সড়কটির অতিরিক্ত রাস্তার মাটি কেটে রতন খলিফা বসত বাড়িতে নিচ্ছে। একাজে বাঁধা প্রদান করা হলে রতন এলাকাবাসীর ওপর ক্ষিপ্ত হয়। ওই এলাকার আজিজুল আকন নামে এক ব্যক্তি জানান, আমি রতন খলিফাকে এভাবে মাটি কাটতে না করেছি। অথচ বাবু মুন্সী রতন খলিফাকে মাটি কাটার জন্য উৎসাহ দেয়।

রতন খলিফার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তার মাটি কেন কাটবো। গিয়ে দেখেন রাস্তা ভরা আছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মৃধার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে গিয়ে মাটি কাটতে নিষেধ করে এসেছি। কয়েক ফুট গভীর করে মাটি কাটার ফলে রাস্তাটি ভেঙে পড়তে পারে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (মুন্সীগঞ্জ) সুব্রত দাস জানান, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের হলেও সড়ক ও জনপথ রাস্তা নির্মাণ করায় এটা তাদের তত্বাবধানে চলে গেছে।