• আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

শ্রীনগরে রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রায় রাস্তার মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পদ্মা নদীর তীর ঘেষা পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির মান্দ্রা গ্রামের বুড়ির দোকানের সামনে রাস্তার মাটি কাটা হয়। ওই গ্রামের মৃত আবু তালেব খলিফার ছেলে রতন খলিফার বিরুদ্ধে এই অভিযোগ উঠে।

স্থানীয়রা জানায়, গুরুত্বপূর্ণ পাকা সড়কটির অতিরিক্ত রাস্তার মাটি কেটে রতন খলিফা বসত বাড়িতে নিচ্ছে। একাজে বাঁধা প্রদান করা হলে রতন এলাকাবাসীর ওপর ক্ষিপ্ত হয়। ওই এলাকার আজিজুল আকন নামে এক ব্যক্তি জানান, আমি রতন খলিফাকে এভাবে মাটি কাটতে না করেছি। অথচ বাবু মুন্সী রতন খলিফাকে মাটি কাটার জন্য উৎসাহ দেয়।

রতন খলিফার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি রাস্তার মাটি কেন কাটবো। গিয়ে দেখেন রাস্তা ভরা আছে।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মৃধার কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সরেজমিনে গিয়ে মাটি কাটতে নিষেধ করে এসেছি। কয়েক ফুট গভীর করে মাটি কাটার ফলে রাস্তাটি ভেঙে পড়তে পারে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (মুন্সীগঞ্জ) সুব্রত দাস জানান, বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের হলেও সড়ক ও জনপথ রাস্তা নির্মাণ করায় এটা তাদের তত্বাবধানে চলে গেছে।