• আজ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী বান্টু মমিন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:৪৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২২ গাইবান্ধা, সারাদেশ

আশরাফুল ইসলাম গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা ও ওসি তদন্ত রুপ কুমার সরকারের দিক নির্দেশনা মোতাবেক এ এসআই নুর আলম সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের উদয়সাগর গ্রাম হতে মমিনুল ইসলাম ওরফে বান্টু মমিনকে ১ ফেব্রয়ারী মঙ্গলবার সকালে গ্রেফতার করে। গত ২০১৮ সালের জি আর ১২/১৮ মাদক মামলায় তাকে এ সাজা প্রদান করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মমিনুল ইসলাম বান্টু মমিন পৌর শহরের উদয় সাগর গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে ।

থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান , গ্রেফতারকৃত মমিনুল ইসলাম বান্টু মমিন এক বছর এক মাসের জি আর মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে