• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ছেলে থেকে মেয়ে হওয়ার দাবি, উৎসুক জনতার ভিড়

| নিউজ রুম এডিটর ৬:০১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

মো: রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ছেলে থেকে মেয়ে হয়েছে বলে দাবি করেছেন সুবল শীল (২৩) নামে এক যুবক। এ ঘটনা ছড়িয়ে পরলে উৎসুক জনতা ভিড় জমায় জেলার পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামে। আজ বুধবার (০৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুর দুরান্ত থেকে লোকজন ছুটে আসেন তার বাড়িতে।

জানা যায়, ১৯৯৯ সালে ২৭ জানুয়ারি ওই গ্রামের জগেশ শীল ঘরে জন্ম নেন সুবল শীল। সেখানেই বড় হয়ে উঠেন তিনি । কিশোর বয়সে সুবলের আচরণ ছিল মেয়েলি স্বভাবের। মেয়েদের জিনিসপত্র ব্যবহারে আগ্রহ ছিল তার। বয়স বেড়ে উঠার মধ্য দিয়ে নিজেই চিন্তায় মগ্ন থাকতো সে মেয়ে নাকি ছেলে। পরে চিকিৎসার মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করে সুবল শীল থেকে হয়ে উঠেন মেঘা শর্মা।

মেঘা শর্মার মা-বাবা জানান, ছোট থেকেই সুবলের আচরণ ছিল মেয়েলি স্বভাবের। মেয়েদের জিনিসপত্র পরে বেড়াতো। কোন অনুষ্ঠানে গেলে সে মেয়েদের সাজসজ্জার জিনিস নিয়ে নিজে সাজতো। অনেক চেস্টা করেও তার আচরণ পরিবর্তন করা সম্ভব হয়নি। পরবর্তিতে চিকিৎসার মাধ্যমে সুবল শীল ছেলে থেকে মেয়ে রুপান্তিত হয় বলে দাবি তাদের।

তারা আরো জানান, সুবল নিজেই চিকিৎসকের পরামর্শ নিয়ে লিঙ্গ পরিবর্তন চিকিৎসাকালীন সময়ে পরিবার ব্যতিত সবার কাছে বিষয়টি গোপন রেখেছিল। এমন ঘটনার পর থেকেই উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল জব্বার বলেন, যারা ছেলে এবং মেয়ের মাঝামাঝি আবস্থায় থাকে তাদের অপারেশনের মাধ্যেম এটা করা সম্ভব। এখন দেশেও এ ধরনের অপারেশন হচ্ছে।