• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ভক্তকে চড় মারেন প্রিয়াংকা!

| নিউজ রুম এডিটর ৩:৪০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২২ আন্তর্জাতিক, বিনোদন

শুধু বলিউড নয়, হলিউডেও অভিনয় করছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি তিনি বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। এর মধ্যে তার একটি খারাপ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘২০১৫ সালে একবার এক ভক্তকে চড় মেরেছিলাম। ভক্ত ছবি তোলার জন্য আমার হাত ধরেছিল। আমি গায়ে স্পর্শ করে কথা বলা পছন্দ করি না। তাই তখন এই কাজ করি। পরে আমি ভয় পেয়ে সেখান থেকে দ্রুত চলে আসি।’

তিনি নিজেও থাপ্পড় খেয়েছেন দাবি করে বলেন, ‘আমিও অনেক থাপ্পড় খেয়েছি। একবার এক ভক্ত আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। আমি জানি না তিনি একজন ভক্ত ছিলেন কি না।’

তবে বিশ্ব তারকা হওয়া সত্ত্বেও ভক্তদের সঙ্গে কখনো অহংকারপূর্ণ আচরণ করেননি বলে জানান প্রিয়াংকা। ভক্তরা প্রায়ই দাবি করেন যে, তিনি ‘ডাউন টু আর্থ’ তারকাদের একজন।

সম্প্রতি প্রিয়াংকা ও নিকের পরিবারে নতুন সদস্য এসেছে। তারা সারোগেসির মাধ্যমে একটি কন্যাশিশুকে স্বাগত জানিয়েছেন। ২২ জানুয়ারি মধ্যরাতে তাদের নিজ নিজ ইনস্টাগ্রামে খুশির সংবাদটি ভাগ করে নেন তারা।

এ বিষয় নিক-প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে স্বাগত জানিয়েছি তা নিশ্চিত করতে পেরে আনন্দিত।’