• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

| নিউজ রুম এডিটর ১১:৪৪ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা পুলিশের বিশেষ অভিযানে রবিবার গভীর রাতে বিশেষ অভিযানে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত হলেন জীবননগর উপজেলার গোপালনগরের আখের আলী ছেলে সবুজ ওরফে সুরুজ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) আব্দুর রহিম, এএসআই(নিঃ) এবং সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৩/০২/২২ তারিখ ০০.২৫ ঘটিকার সময় জীবননগর থানাধীন গোপালনগর গ্রামস্থ জনৈক কেতাবুল এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সবুজ ওরফে সুরুজ (২২), পিতা-মোঃ আখের আলী, সাং-গোপালনগর, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ২৪ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।