ভারতের লখনৌতে গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নিহতদের মধ্যে গাড়ির চালকও ছিলেন।
ট্রাকের ধাক্কায় একই পরিবারের ৬ জন নিহত
স্থানীয় সময় বুধবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ট্রাকটি দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি গাড়ি ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। পরবর্তীকালে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত পরিবারটি সুরাটে একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিল। দুর্ঘটনার কারণ হিসেবে গাড়ির বেপরোয়া গতিকেই দুষছে স্থানীয় কর্তৃপক্ষ।
সহকারী পুলিশ সুপার পুর্ণেন্দু সিং বলেন, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী এবং দুই শিশু রয়েছে। পরিবারটি অযোধ্য থেকে গুজরাটের আহমদাবাদ যাচ্ছিল। নারায়ণপুর গ্রামের কাছে পৌঁছালে হাইওয়ের পাশে দাঁড়ানো একটি কনটেইনার ট্রাকের সঙ্গে দ্রুতগতির গাড়িটির সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
সূত্র: ইন্ডিয়া টিভি