• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কলাপাড়ায় কৃষক-কৃষানীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৯:২৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৮, ২০২২ সারাদেশ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কলাপাড়ায় মিঠা পানি সংরক্ষিত খালে লবন পানি প্রবেশ করানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষক-কৃষানীরা। বৃহস্পতিবার শেষ বিকেলে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।
ঘন্টাব্যাপী কর্মসূচিতে খালের পাড়ের শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন এ মানববন্ধনে। খালে নোনা পানি
প্রবেশ করানো বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরেজমিনে পরিদর্শণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মো: খলিল মল্লিক, কৃষক মো: রফিকুল ইসলামসহ আরো অনেকে।

বক্তরা বলেন, এই খালটি কৃষকের কৃষি কাজের জন্য পানি সেচের একমাত্র অবলম্বন। খালের তীরের কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরো ধান, তরমুজসহ বিভিন্ন প্রজাতির রবিশস্য চাষ করে আসছে। বুধবার রাতে একটি চক্র মাছ শিকারের জন্য খালটিতে নোনা পানি প্রবেশ করায়। এতে কৃষি কাছে মারাত্মক ক্ষতি হবে বলে তার দাবি করেন।