• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৬ বছর খালি পায়ে হাঁটা ‘মুজিবপাগল’ সেই ইছাহাক আর নেই

| নিউজ রুম এডিটর ৫:৩৪ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২১, ২০২২ সারাদেশ

না ফেরার দেশে চলে গেলেন বরগুনার তালতলীর ছোটবগী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ইছাহাক আলী শরীফ (৯২)।

বার্ধক্যজনিত কারণে রোববার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও ও চার মেয়ে রেখে গেছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা কিছুতেই মেনে নিতে পারেননি ইছাহাক আলী। বঙ্গবন্ধুকে হত্যার খবর পেয়ে তিনি কাঁদতে কাঁদতে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।

শেখ মুজিবকে হারানোর শোক বুকে ধারণ করে সেই থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায় সাড়ে ৪৬ বছর তিনি খালি পায়ে হাঁটতেন ও কালো পোশাক পরতেন।

সোমবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ইছাহাক আলীর মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু. তৌফিকউজ্জামান তনু।

তারা বলেন, মুজিবপাগল ইছাহাক আলী শরীফের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করবে উপজেলা আওয়ামী লীগ।