• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নেই বনবিভাগের অনুমতি হয়নি টেন্ডার ক্ষমতার দাপটে ইউপি চেয়ারম্যানের নির্দেশে লক্ষাধিক টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ছুট খড়িবাড়ি এলাকায় রাস্তার ধারের গাছ কর্তন করা হয়। আর বিষয়টি ধামাচাপা দিতে জোর তদবির চালান ওই চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ঢোলারহাট ইউনিয়নের ইউপি নির্বাচনে জয়লাভ করেন অখিল চন্দ্র রায়। কয়েক মাস যেতে না যেতেই ক্ষমতার দাপটে সরকারি গাছ কর্তন করেছেন। রাস্তার পাশে লাগানো দশ থেকে পনেরটি সিল করই গাছ কর্তন করে বিক্রি করে দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন টেন্ডার কিংবা বনবিভাগের কোন অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তনের হুকুম দিয়ে টাকা আত্মসাৎ করেছেন তিনি। তারপরেও প্রশাসন কোন ব্যবস্থা নেননি।

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে দায় চাপান ফেডারেশনের লোকজনের উপড়। আর ফেডারশনের সাথে জড়িতরা বলেন চেয়ারম্যানের নির্দেশেই গাছ কর্তন করা হয়েছে। এর বাইরে কোনকিছুই বলতে নারাজ তারা।

গাছ কর্তনের বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনার সত্যতা খতিয়ে দেখা হবে।