• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

| নিউজ রুম এডিটর ৬:০২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২২ ঠাকুরগাঁও, সারাদেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ নেই বনবিভাগের অনুমতি হয়নি টেন্ডার ক্ষমতার দাপটে ইউপি চেয়ারম্যানের নির্দেশে লক্ষাধিক টাকার সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার (২০ ফেব্রুয়ারি) সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের ছুট খড়িবাড়ি এলাকায় রাস্তার ধারের গাছ কর্তন করা হয়। আর বিষয়টি ধামাচাপা দিতে জোর তদবির চালান ওই চেয়ারম্যান।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে ঢোলারহাট ইউনিয়নের ইউপি নির্বাচনে জয়লাভ করেন অখিল চন্দ্র রায়। কয়েক মাস যেতে না যেতেই ক্ষমতার দাপটে সরকারি গাছ কর্তন করেছেন। রাস্তার পাশে লাগানো দশ থেকে পনেরটি সিল করই গাছ কর্তন করে বিক্রি করে দেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন টেন্ডার কিংবা বনবিভাগের কোন অনুমতি ছাড়াই সরকারি গাছ কর্তনের হুকুম দিয়ে টাকা আত্মসাৎ করেছেন তিনি। তারপরেও প্রশাসন কোন ব্যবস্থা নেননি।

এ বিষয়ে ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে দায় চাপান ফেডারেশনের লোকজনের উপড়। আর ফেডারশনের সাথে জড়িতরা বলেন চেয়ারম্যানের নির্দেশেই গাছ কর্তন করা হয়েছে। এর বাইরে কোনকিছুই বলতে নারাজ তারা।

গাছ কর্তনের বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনার সত্যতা খতিয়ে দেখা হবে।