• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে ফেসবুক

| নিউজ রুম এডিটর ৬:৪২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২২, ২০২২ গণমাধ্যম, লিড নিউজ

সাংবাদিক ও একাত্তর টিভির উপস্থাপক নাজনীন মুন্নীকে ‘মৃত’ বলছে ফেসবুক।

মঙ্গলবার বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত নাজনীন মুন্নীর অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখানো হচ্ছে। সাধারণত, কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয়।

ফেসবুক কর্তৃপক্ষ নাজনীন মুন্নীর প্রোফাইলে লিখেছে, ‘আমরা আশা করি যারা নাজনীন মুন্নীকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে নাজনীন মুন্নী বলেন, ‘জীবিত অবস্থায় নিজেকে মৃত দেখছি। দারুণ বিষয় কিন্তু। কয়জন সেটা দেখতে পায়। এর আগেও দুইবার ফেসবুক হারিয়েছি। উদ্ধার করা যায়নি। ফেসবুকের সঙ্গে শত শত স্মৃতি।

তিনি আরও বলেন, ‘ফেসবুকে এখন তো আমি সবার কাছে মৃত। তারা রিমেম্বারিং সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এই যুদ্ধে আমি কিন্তু আছি। এই আইডি চলে গেলে আবারও খুলবো। যারা আমাকে ভালোবাসেন বা ঘৃণা করেন আবার আইডিতে যুক্ত হবেন…আবারও লিখবো, লড়বো… এতো তো সহজ হবে না মেরে ফেলা!