উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল কালিয়া উপজেলায় পাঁচ সাব- সারের ডিলারকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বেশি দামে সার বিক্রিসহ দোকানে মূল্য তালিকা, না থাকাসহ অনিয়মের জন্য তাদেরকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জহিরুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা, সুবির কুমার বিশ্বাস এ নেতৃত্বে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইন – ২০০৯, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ মেসার্স লেয়াকত ডের্ডাস ৩ হাজার টাকা, কাইয়ুম এন্টারপ্রাইজ ৩ হাজার টাকা, লতা এন্টারপ্রাইজ ৫ হাজার টাকা, মেসার্স বকুল ষ্টোর ৩ হাজার টাকা ও খন্দকার কৃষি ভান্ডার ২ হাজার টাকা জরিমানা করে। এসময় স্থানীয় ব্যাক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।