• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকির মুখে ফেলেছে: বরিস জনসন

| নিউজ রুম এডিটর ৯:২৭ পূর্বাহ্ণ | মার্চ ৪, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া কর্মকাণ্ড গোটা ইউরোপকে সরাসরিকে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ডের পর এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

রুশ বাহিনীর হামলায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রেকে অগ্নিকাণ্ডের খবর শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন জনসন। এরপরই এক বিবৃতিতে এই মন্তব্য করেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। ”

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এই পরিস্থিতিকে ‘গুরুতরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “উভয় নেতা (জনসন-জেলেনস্কি) একমত হয়েছেন যে রাশিয়াকে অবিলম্বে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ বন্ধ করতে হবে এবং প্ল্যান্টে জরুরি সেবা প্রদানকারী সেখানে যাওয়ার অনুমতি দিতে হবে। ”

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়।
আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়। সূত্র: বিবিসি