• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

পুতিনের বেপরোয়া পদক্ষেপ ইউরোপকে সরাসরি হুমকির মুখে ফেলেছে: বরিস জনসন

| নিউজ রুম এডিটর ৯:২৭ পূর্বাহ্ণ | মার্চ ৪, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেপরোয়া কর্মকাণ্ড গোটা ইউরোপকে সরাসরিকে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্নিকাণ্ডের পর এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

রুশ বাহিনীর হামলায় পরমাণু বিদ্যুৎকেন্দ্রেকে অগ্নিকাণ্ডের খবর শুনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন জনসন। এরপরই এক বিবৃতিতে এই মন্তব্য করেন জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “পুতিনের বেপরোয়া পদক্ষেপ এখন সমগ্র ইউরোপের নিরাপত্তাকে সরাসরি হুমকির মুখে ফেলতে পারে। ”

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এই পরিস্থিতিকে ‘গুরুতরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “উভয় নেতা (জনসন-জেলেনস্কি) একমত হয়েছেন যে রাশিয়াকে অবিলম্বে জাপোরিঝঝিয়া বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ বন্ধ করতে হবে এবং প্ল্যান্টে জরুরি সেবা প্রদানকারী সেখানে যাওয়ার অনুমতি দিতে হবে। ”

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে অন্যতম বিশ্ব পরাশক্তি রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে এই অভিযান শুরু হয়।
আজ শুক্রবার অভিযানের নবম দিন। বিগত আট দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে রুশ বাহিনী হামলায় ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ডের খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এটি ইউরোপের সবচেয়ে বড় এই পারমাণিক বিদ্যুৎকেন্দ্র, যা ইউক্রেনের বিদ্যুতের চাহিদার প্রায় ২৫ শতাংশ মেটায়। সূত্র: বিবিসি