• আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজার বছরের শ্রেষ্ঠ বীর বাঙালী জাতির জনককে শ্রদ্ধাভরে স্বরণ

| নিউজ রুম এডিটর ২:১০ অপরাহ্ণ | মার্চ ৭, ২০২২ মুন্সীগঞ্জ, সারাদেশ

স্টাফ রিপোর্টারঃ ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বাঙালী জাতীর মুক্তির জন্য ভাষন দেন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক এ ভাষণ শুধু বাংলাদেশের মানুষের হৃদয়কেই নাড়া দেয়নি, আলোড়ন সৃষ্টি করেছিলো সারা বিশ্বে। এ ভাষণের মধ্য দিয়ে সমগ্র বাঙালী জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বীর বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দ্বিতীয়বারের মতো দেশে (৭ই মার্চ) দিনটি জাতীয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। সারা দেশের ন্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদসহ ভিন্ন দফতের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেমার মানুষ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।