বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৮ মার্চ) দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে সাকিব- তামিমরা।
সিরিজের শুরুতেই দারুণ এক জয়। এ যেন এক অবিশ্বাস্য সূচনা। যে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জয় পায়নি এর আগে কখনো, সেই দক্ষিণ আফ্রিকাকেই তাদের মাঠে হারিয়ে দিল বাংলাদেশ। ব্যাটিংয়ে সাকিব, লিটন, ইয়াসিরসহ বাকিদের পারফরম্যান্সের পর বল হাতে জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। তাতে ৪৮ ওভার পাঁচ বলে ২৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
২০২২ সাল যেন বাংলাদেশের জন্য পয়মন্ত বছর হয়ে এসেছে। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস তৈরি হয়েছিল টেস্টে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ড বধের পর এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে অধরা জয়ও এল। যে জয়ে অভিজ্ঞ সাকিব-তামিম-লিটনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ল আগামী দিনের তারকা শরিফুল-রাব্বিরাও। ইতিহাস গড়া ম্যাচে বিদেশের মাটিতে এবার নিয়মিত জয়ের অভ্যাস গড়ে উঠছে টাইগারদের।
এদিকে বাংলাদেশের এমন জয়ে প্রশংসা করেছেন দলের সাবেক ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও। সাবেক শিষ্যদের নজরকাড়া পারফরম্যান্স দেখে আনন্দিত প্রোটিয়াদের সাবেক এই ব্যাটার।
বাংলাদেশের এমন পারফর্মেন্সে মোটেও অবাক নন তিনি। বাংলাদেশের যে এমন ব্যাটিংয়ের সামর্থ্য আছে সে বিষয়ে শতভাগ বিশ্বাস ছিল প্রিন্সের। বললেন, নিউজিল্যান্ডে বাংলাদেশ টেস্ট জিততে পারে সে বিশ্বাসও ছিল তার। নিজের পছন্দের শিষ্য লিটন দাশ ও তরুণ ক্রিকেটারদেরও উচ্ছ্বসিত প্রশংসা করলেন তিনি।