• আজ ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো শুরুর পরে ১০৬ রানে ৪ উইকেট নেই বাংলাদেশের

| নিউজ রুম এডিটর ৫:৩২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ছিল ৫৮ রান। তবে পরের ১৩ ওভারে বাংলাদেশকে কোনো সুযোগই দেয়নি নিউজিল্যান্ড। এই ১৩ ওভারে ৫৬ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা।

 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান। ওপেনিংয়ে নেমে ৪৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করেছিল টাইগাররা। তবে উদ্বোধনী জুটিটাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল।

পাওয়ারপ্লের পর দ্বাদশ ওভারে বড় শট খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন ৩০ মিটার সার্কেলের মধ্যে। তবে মিরাজের বিদায়ের পর তৃতীয় উইকেটে ধীরগতিতে খেলে জুটি গড়ার চেষ্টা করেন শান্ত এবং তাওহীদ হৃদয়। তবে হৃদয় হতাশ করেছেন বেশ।

রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ২০ বলে একটিও বাউন্ডারি মারতে পারেননি বাংলাদেশের সবচেয়ে ইনফর্ম ব্যাটার। অবশ্য মারার চেষ্টাও করেননি। চাপে পড়ে ২৪তম বলে বাউন্ডারির চেষ্টায় ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে যান তিনি। তবে এবার সঙ্গ দেয়নি ভাগ্য। কাভারে উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আর তাতে ১০০ পেরোনোর আগেই বাংলাদেশের তিন ব্যাটার সাজঘরে।

অভিজ্ঞ মুশফিকুর রহিমের খারাপ সময় চলছেই। গত ম্যাচে শূন্য রানে আউট হওয়া এই ব্যাটার আজ আউট হয়েছেন ২ রানে। ব্রেসওয়েলের বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি।