• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কাগজের অভাবে শ্রীলংকায় স্কুল পরীক্ষা বন্ধ

| নিউজ রুম এডিটর ২:৪০ অপরাহ্ণ | মার্চ ২০, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ভয়াবহ অর্থসংকটে কাগজ আমদানি করতে পারছে না শ্রীলংকা। এ কারণে স্কুলের সব পরীক্ষা বাতিল করা হয়েছে।

রোববার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সোমবার থেকে স্কুলগুলোতে প্রথম সাময়িক পরীক্ষা শুরুর কথা ছিল। খবর আরব নিউজের।

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর থেকে এতটা অর্থনৈতিক দৈন্যতা দেখা যায়নি দেশটিতে।

ফলে দেশটির ৪৫ লাখ শিক্ষার্থীর জীবনে বিরূপ প্রভাব পড়বে। এ অবস্থা চলতে থাকলে বার্ষিক পরীক্ষা নেওয়া ছাড়াই শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হতে পারে।

চীন থেকে অর্থ সহায়তা চাইলেও বেইজিং থেকে এ ব্যাপারে এখনও কোনো জবাব পায়নি শ্রীলংকা।