• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

কুুড়িগ্রামে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

| নিউজ রুম এডিটর ৭:২৩ অপরাহ্ণ | মার্চ ২৩, ২০২২ সারাদেশ

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য এমপি পনির উদ্দিন আহমেদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩শে মার্চ (বুধবার) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরে জাতীয় পার্টি, জাতীয় যুব সহংহতি, জাতীয় মটর শ্রমিক পার্টি, জাতীয় ছাত্র সমাজ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গসংগঠনের দুই সহস্রাধিক নেতা-কর্মীর সরব উপস্থিতিতে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা আতাউর রহমান আতা, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম-২ আসনের এমপির রাজনৈতিক সহকারী নুর আলম সিদ্দিক লাভলু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুর রহমান, পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান, জেলা যুব সংহতির মাসুদ রানা ইকবাল, জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মিরান, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম, জেলা সদস্য সচিব মোন্নাফ হাসান প্রমূখ।

বক্তারা, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি বন্ধ করার এবং অবিলম্বে বাণিজ্যমন্ত্রীর টিপু মুন্সির অপসারণ দাবি করেন।