অনাস্থা ভোটের প্রস্তাব পার্লামেন্টের নিম্নকক্ষে পেশ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা শাহবাজ খান। সেই প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হবে ৩১ মার্চ, মানে কাল বিকেল চারটার পর। সবমিলিয়ে মোটেও স্বস্তিতে নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইমরান খান।
এরমধ্যেই পাকিস্তানের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে উর্দুতে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খান এমন একজন খেলোয়াড়, যে শেষ বল পর্যন্ত লড়াই করে। ইমরান খান পদত্যাগ করছেন না।’
এর আগে বুধবার এক অনুষ্ঠানে ইমরান খান অনাস্থা ভোটকে গণতন্ত্রের স্বাভাবিক কর্মকাণ্ড বলেই আখ্যা দিয়েছেন। তবে এসময় ইমরান বলেছেন, ‘এটা বিদেশ থেকে আমদানি করা ষড়যন্ত্র, এটা তখন থেকেই শুরু হয়েছে, যখন থেকে বিদেশ থেকে ফোন করে পাকিস্তানকে চালানোর চেষ্টা করছে কিছু মানুষ। তারা মানুষের জন্য কাজ করা নেতৃত্বকে সহ্য করতে পারছে না।’
সূত্র: এরআরওয়াই নিউজ