• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

‘৯০ হাজার ডলারের ব্যাগ’ নিয়ে পালিয়েছেন বুশরা বিবির বান্ধবী!

| নিউজ রুম এডিটর ৭:৫৩ অপরাহ্ণ | এপ্রিল ৬, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির ঘনিষ্ঠ বান্ধবী ফারাহ খানের পাকিস্তান থেকে পালিয়ে দুবাই চলে যাওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। পালিয়ে যাওয়ার সময় তিনি ৯০ হাজার ডলার মূল্যের ব্যাগ নিয়ে গিয়েছেন বলে দাবি করছেন বিরোধীরা।

বুশরা বিবির বান্ধবী ফারাহ পাকিস্তান ছেড়ে চলে যাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা গেছে, বিমানে বসে আছেন ফারাহ। তার পায়ের কাছে রয়েছে বেগুনি রঙের একটি বিলাসবহুল হ্যান্ড ব্যাগ।

ফারাহর ওই ছবি টুইটারে ব্যাপকভাবে ছড়িয়ে পরে। তবে ছবিটি কবে তোলা তা নিশ্চিত হওয়া যায়নি।

পাকিস্তানের বিরোধী দলগুলোর নেতারা দাবি করেছেন যে ওই ব্যাগটির দাম ৯০ হাজার ডলার । পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেত্রী রোমিনা খুরশিদ আলম টুইট করেছেন, বুশরার ফ্রন্টওম্যান ফারাহ খান যে পালিয়ে গেছে। তার সঙ্গে থাকা ব্যাগের দাম ৯০,০০০ ডলার। হ্যাঁ সত্যিই নব্বই হাজার ডলার।

স্বাভাবিকভাবেই বুশরার ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে। এক নেটিজেন লিখেছেন, প্রাইভেট জেটে দুবাই যেতে ৫০ হাজার মার্কিন ডলার খরচ হয়।
রোববার দুবাই চলে যান ফারাহ খান। সেখানে তার স্বামী বসবাস করেন বলে বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের সহ-সভাপতি মরিয়াম নওয়াজ কয়েকবার অভিযোগ করেছেন যে ফারাহ খান দুর্নীতির সঙ্গে জড়িত।

অভিযোগের জবাবে ইমরানের ঘনিষ্ঠ সহকর্মী শেহবাজ গিল বলেন, বুশরার বিরুদ্ধে সমালোচনার কিছু না পেয়ে মরিয়ম এখন বুশরার বন্ধুকে টার্গেট করেছে।

পিটিআইয়ের খবরে আরও বলা হয়েছে, ফারাহ কোনো সরকারি পদে নেই। তিনি পিটিআইয়ের সদস্যও নন।