• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি কর্তৃক হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ছেলে পলাতক

| নিউজ রুম এডিটর ৮:৪৭ অপরাহ্ণ | এপ্রিল ৮, ২০২২ সারাদেশ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ‘ক’ সার্কেলের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ পিতা ক্যায়ামতুল্লাহ (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এবং তার পুত্র মুমিনুল ওরফে বয়েল (৩৫) পলাতক রয়েছে।

উক্ত মাদক ব্যবসায়ীরা, জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে ক্যায়ামাতুল্লাহ (৫৮) এবং একই ঠিকানার ক্যায়ামতুল্লাহর ছেলে মুমিনুল ওরফে বয়েল (৩৫) পলাতক।

জানা যায় ৭ই এপ্রিল (বৃহস্পতিবার) ভোর ৫ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এর “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসাইন তালুকদার এর নেতৃত্বে ও সার্কেল স্টাফসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানকালে মাদক ব্যবসায়ী ক্যায়ামতুল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ উক্ত মাদক ব্যবসায়ী ক্যায়ামতুল্লাহকে গ্রেফতার করা হয়।এবং অপর মাদক ব্যাবসায়ী মুমিনুল ওরফে বয়েল টের পাওয়া মাত্র পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে বলেও জানা যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এবং সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।