• আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টিপ পরা অভিনেতাদের এবার হিজাব পরতে বললেন সিদ্দিক

| নিউজ রুম এডিটর ৯:১৮ অপরাহ্ণ | এপ্রিল ৮, ২০২২ বিনোদন, লিড নিউজ

রাজধানীতে টিপ পরায় শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় নারীদের পাশাপাশি অনেক পুরুষ টিপ পরা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানিয়েছিলেন। এর মধ্যে আছেন বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেতাও। সে ঘটনায় অভিনেতাদের টিপ পরা নিয়ে সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান।

এর মধ্যে গত বুধবার নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব পরে স্কুলে যাওয়ার কারণে বেশ কয়েকজন ছাত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের শিক্ষিকা আমোদিনী পালের বিরুদ্ধে। এ ঘটনা নিয়ে যখন সোশ্যাল মিডিয়া সরগরম তখন ফের টিপ পরা অভিনেতাদের নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘যেই সব সহকর্মী সেলেব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিলা তারা এখন হিজাব পরো না কেনো? তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায়।’

এর আগে, ফেসবুকে কয়েকজন পুরুষ অভিনেতার টিপ পরা ছবি একসঙ্গে পোস্ট করে সিদ্দিকুর রহমান লিখেছেন, ‌‘আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি… আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক… মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।’