• আজ ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

শাশুড়ির জানাজায় থাকছেন না সাকিব

| নিউজ রুম এডিটর ১:১৫ অপরাহ্ণ | এপ্রিল ৯, ২০২২ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর অবশেষে হার মানলেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি ও উম্মে আহমেদ শিশিরের মা। দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৮ এপ্রিল) রাতে তিনি মারা গেছেন বলে সাকিব ও শিশিরের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সাকিবের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারছেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকায় গেলো ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয়। এ জন্য দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।

জানা গেছে, আজ শনিবার (৯ এপ্রিল) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালেই সাকিবের শাশুড়িসহ পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। সে সময় সাকিবের শাশুড়িকে সিএমএইচে ভর্তি করা হয়। আর সে কারণেই সিরিজের মাঝপথেই দেশে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিকে মা ও মেয়েদের শারীরিক অবস্থা স্বাভাবিক হওয়ায় গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। কারণ বড় মেয়ে আলাইনার স্কুল খুলে গেছে বলে জানা গেছে। তবে মায়ের অসুস্থতা ও চিকিৎসার কারণে যেতে পারেননি তার স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি।

এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তার শ্বশুর মমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান। সাকিব তখন দেশেই ছিলেন। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওনা করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর।