• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার তিতাসে অবৈধ ড্রেজার মেশিন জব্দ

| নিউজ রুম এডিটর ৪:২৪ পূর্বাহ্ণ | এপ্রিল ১২, ২০২২ সারাদেশ

সাইফুল ইসলাম ফয়সালঃ তিতাস উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ১১ই এপ্রিল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইয়ারামপুরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড কেএম আবু নওশাদ।

অভিযানে ৬টি ড্রেজার মেশিন রাষ্ট্রের অনুকূলে জব্দ করা হয়েছে। জিয়ারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলী আশ্রাফ খানসহ স্থানীয় মেম্বার ও তিতাস থানার পুলিশ বাহিনী অভিযানে সহায়তা করেন।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে বলে জানান তিতাস উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ।