• আজ ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা : হাসনাত আবদুল্লাহ | বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক, গুরুতর ১৩ | যে ১০ দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা | নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি | মাইলস্টোন স্কুলের ঘটনায় ৩১ জন নিহত; ইবিতে গায়েবানা জানাজা | বিমান বিধ্বস্তে নিহতদের জন্য উত্তরার ১২-এ কবরের জায়গা নির্ধারণ | বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়েছেন | শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ | উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ৩১ | মাইলস্টোনে বিমান বিধ্বস্ত নিহত ২৭ জনের মধ্যে ২৫টিই শিশু: ডা. সায়েদুর |

সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৫টি উপজেলায় সহস্রাধিক মুসল্লীর ঈদের নামাজ আদায়

| নিউজ রুম এডিটর ৩:২৪ অপরাহ্ণ | জুন ৬, ২০২৫ কুড়িগ্রাম, সারাদেশ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের ৫টি উপজেলায় প্রায় সহস্রাধিক মুসল্লী ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। শুক্রবার ৬ জুন সকাল ৮ টার দিকে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়। জেলার ৯টি উপজেলার মধ্যে রৌমারী, রাজিবপুর, চিলমারী, ভূরুঙ্গামারী এবং ফুলবাড়িতে এই জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লীরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এজন্য পুলিশ বিভাগ থেকে আইন শৃংখলা রক্ষায় তৎপর ভূমিকা নিতে দেখা গেছে।

রৌমারীতে ঈদের নামাজ পড়ানোর ইমাম হিজবুল্লাহ বলেন, আমাদের পূর্ব পুরুষরা দীর্ঘ ১৬বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ ঈদের নামাজ আদায় করা হয়েছে।

ফুলবাড়ীতে ঈদের নামাজ শেষে ইমাম আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেছি। আজকে আবহাওয়া অত্যন্ত ভালো থাকায় প্রায় আড়াই শতাধিক মুসুল্লি শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজে অংশ নিতে পেরেছেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান , সৌদির সাথে মিল রেখে সকাল ৮ টায় ঈদ উদযাপন করছে গয়টাপাড়ার মুসল্লিরা। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। শেষ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদে ঈদ উদযাপন হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নিয়েছি। সবাই যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সে ব্যাপারে পুলিশ প্রশাসন সচেষ্ট ছিল।