• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা |

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক বিকাশ এ খোয়া যাওয়া টাকা উদ্ধার

| নিউজ রুম এডিটর ৭:১২ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানাধীন পাঁচকমলাপুর গ্রামের আনারুল ইসলাম এর ছেলে মুকুল হোসেন পুলিশ সুপারের কার্যালয় হাজির হয়ে মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’কে জানান যে, তিনি বিকাশ এজেন্ট ব্যবসায়ী তিনি লেনদেন করাকালে গত ১২.০৪.২০২২ খ্রিঃ টাকা পাঠানোর সময় ১৪,০০০/- টাকা ভুলক্রমে অন্য বিকাশ নম্বরে চলে যায়। পরবর্তীতে উক্ত নম্বরে যোগাযোগ করিলে বিভিন্ন ধরণের তালবাহানা শেষে মোবাইল নম্বরটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

পুলিশ সুপার অসহায় বিকাশ ব্যবসায়ীর টাকাগুলি উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিম কে নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমের আন্তরিক চেষ্টা ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে উক্ত টাকাগুলি উদ্ধার করতে অসহায় মুকুল হোসেন কে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। এসময় মুকুল হোসেন হারোনা টাকা পুলিশের আন্তরিকতা ও সহযোগিতায় দ্রুত ফিরে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার মহোদয়সহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন আবু তারেক অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ পরিদর্শক জামিল হোসেন, এসআই মোহাম্মদ শিহাব উদ্দিন, এএসআই মোঃ রজিবুল হক, এএসআই রমেন কুমার সরকার, কনস্টেবল মোঃ মিঠুন হোসেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, চুয়াডাঙ্গা।