• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার উদ্ধার।

| নিউজ রুম এডিটর ৫:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে। বুধবার (২৭শে এপ্রিল) দুপুরে সীমান্তের শুন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রাম হতে এসব স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বেনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৯টি (৭টি ছোট এবং ২টি বড়) স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করেন। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম। যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৬৬ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারসমূহ ট্রেজারি অফিসে জমা করে।