• আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা | একেকজনের মৃত্যুতে জেগে উঠবে শত শত বীর: ইরানের প্রেসিডেন্ট | ডেঙ্গু ও করোনা প্রতিরোধে  শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা | বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলাকারী চেয়ারম্যানের কারাগারে ‘আত্মহত্যা’ | ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা চীনের | ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান | লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে |

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার উদ্ধার।

| নিউজ রুম এডিটর ৫:৫৯ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২২ সারাদেশ

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে। বুধবার (২৭শে এপ্রিল) দুপুরে সীমান্তের শুন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিপুলবাড়ীয়া গ্রাম হতে এসব স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্ত বেনীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা আনুমানিক ১২টা ৪৫ মিনিটের সময় সীমান্তের শূন্য লাইন হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর থানাধীন পিপুলবাড়ীয়া গ্রামের লিচু বাগানের মধ্যে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৯টি (৭টি ছোট এবং ২টি বড়) স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করেন। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ১ কেজি ৬৭৯.৬১৬ গ্রাম। যার মূল্য ১ কোটি ১৬ লক্ষ ৬৬ হাজার ১০৯ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দকৃত স্বর্ণের বারসমূহ ট্রেজারি অফিসে জমা করে।