

চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি পর্বে বুধবার (৪ মে) দিবাগত রাত ১টায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ৪-৩ গোলে প্রথম লেগে হেরে গেলেও বার্নাব্যুতে প্রত্যাবর্তনের গল্প লিখতে চান কোচ কার্লো আনচেলত্তি। সে কারণেই রিয়ালের মাঠে সতর্ক পেপ গার্দিওলা।
ঈদ উৎসবে আত্মহারা মুসলিম বিশ্ব। সে আনন্দ-উৎসবে বাড়তি রঙ চড়াতে হাজির রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সমৃদ্ধ ইতিহাসে সিটির চেয়ে যোজন যোজন এগিয়ে সাদা শিবির। ইউরোপসেরার মঞ্চে সিটির প্রাপ্তি শূন্য, গত আসরে রানার্সআপ হওয়াই তাদের ইতিহাসের সেরা রেকর্ড। তবে সাম্প্রতিক সময়ে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি ইতিহাস বদলাতে চায়।
মাত্রই লা লিগায় নিজেদের ৩৫তম শিরোপা জিতে উড়ছে রিয়াল মাদ্রিদ। তবে স্বস্তিতে নেই কোচ। ২৮ মে স্তাদে ফ্রান্সের ফাইনালে যেতে চাইলে বার্নাব্যুতে পেতে হবে বড় ব্যবধানের জয়। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোরে ইতিহাস রিয়ালের এ আসরেই আছে। শীর্ষ ষোলোতে প্রথম লেগে পিএসজির কাছে হারের পর ফিরতি পর্বেই প্যারিসিয়ানদের দুর্গ গুঁড়িয়ে দিয়েছিল করিম বেনজেমা বাহিনী।
কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে চেলসির মাঠে ৩-১ গোলে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু বার্নাব্যুতে এক পর্যায়ে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল স্পেনের ক্লাবটি। দুই লেগ মিলিয়ে চেলসি যখন সেমির স্বপ্ন বুনছিল তখনই ঘুরে দাঁড়ায় রিয়াল। দুই গোল শোধ করে পা রাখে সেমিতে। এ ম্যাচেও স্বাগতিকরা সেটা করতে চায়। এ সম্পর্কে রিয়াল কোজ আনচেলত্তি বলেন, দলের সবাই সেরা ছন্দে আছে। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি ফাইনাল খেলার সুযোগ। আমরা জানি ম্যাচটা কতটা কঠিন হবে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। গোলের হিসাবে পিছিয়ে থাকলেও সুযোগ শেষ হয়ে যায়নি। রিয়াল মাদ্রিদ জানে কীভাবে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়াতে হয়।
প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি প্রথম পর্বে জিতলেও সতর্ক থাকতে চায় এ ম্যাচে। ইপিএলে শিরোপার পথেই আছে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে গত আসরের ফাইনালে চেলসির কাছে হার তাদের বড় অনুপ্রেরণা। এবার আর পথ হারাতে চাননা কোচ। বার্নাব্যু জয় করেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে চান তিনি। এ সম্পর্কে পেপ গার্দিওলা বলেন, আমাদের কোনো ভুল করলে চলবে না। রিয়াল নিজেদের মাঠে অপ্রতিরোধ্য। আমরা প্রথম পর্বে অনেক সুযোগ হারিয়েছি। সে ভুল এবার আর করতে চাই না।