• আজ ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে ছেলেদের সাথে টিকটক করতে বাঁধা দেওয়ায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক পানে আত্নহত্যা।

| নিউজ রুম এডিটর ৮:০৫ অপরাহ্ণ | মে ৮, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানার মুলখানা গ্রামে বিভিন্ন ছেলেদের সাথে টিকটক বানিয়ে সোশাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটি করে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে মেয়ে সুমি আক্তার ( ১৯)। নিহত সুমি উপজেলার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়,শনিবার (৭ মে) আনুমানিক সকাল ১০টার সময় বিভিন্ন ছেলেদের সাথে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়তে মা আমেনা বেগম নিষেধ করলে কথা কাটাকাটি করে মেয়ে সুমি। পরে মা আমেনা ঘুমিয়ে পরলে ঘরে থাকা ফসলে দেয়া কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করে সুমি আত্মহত্যা চেষ্টা করে । পরে স্থানীয়রা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে রিফার্ড করেন। খুলনা মেডিকেলে নেওয়ার পথে সুমি মৃত্যু হয়।

এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার কাছে জানতে চাইলে বলেন তিনি বলেন এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।