মোঃতারিকুর রহমান চুয়াডাংগা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গায় পিকআপ ভ্যানে বহনের সময় বিপুল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) সকালে শহরের কেদারগঞ্জ বাজারের প্রধান সড়ক থেকে ফেনসিডিলসহ পিকআপ ভ্যানটি আটক করা হয়। ফেনসিডিলের চালানটি চুয়াডাঙ্গার সীমান্তবর্তী শহর দর্শনা থেকে ঢাকা নেয়া হচ্ছিল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল পাচারের খবর জানতে পেরে সকালে শহরের কেদারগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় দর্শনা থেকে ঢাকামুখী একটি পিকআপ ভ্যান থামানো হয়। পিকআপ ভ্যানে সুকৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা অবস্থায় ৬৬০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ি থানার রাজিব শেখ ও রাজন খানকে। তারা গাড়ির চালক ও হেলপার। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এস আই মুহিত বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।