• আজ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নড়াইলে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া

| নিউজ রুম এডিটর ৮:৪৭ অপরাহ্ণ | মে ১৪, ২০২২ সারাদেশ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া। নড়াইলে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহিম মোল্যা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই ধানাইড় গ্রামের মো. ইকরাম মোল্যার ছেলে। গতকাল শুক্রবার (১৩ মে) রাতে উপজেলার চাচই ধানাইড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রহিম শুক্রবার রাতে নিজের ঘরে বিদ্যুৎ লাইনে কাজ করছিলো। এসময় অসাবধান বসত রহিম বিদ্যুৎ এর লাইন স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যুবক রহিমের অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।